মুন্সীগঞ্জের গজারিয়ার চাঞ্চল্যকর রিয়াজ হত্যা মামলায় ২ জনের ফাসি এবং দুই জনের যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছেন মুন্সীগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ শওশত আলী চৌধুরী। ফাসির আসামীরা হলো মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার যষ্টিতলা গ্রামের আ: হক খানের ছেলে মো: রিপন(২২), ও হুগলাকান্দি গ্রামের হাছেন ভূইয়ার ছেলে শামিম(২০)। এ ছাড়া যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামিরা হলো মো: জালাল(২৮) ও মো মঞ্জিল(২৬)। এদের মধ্যে মো: মঞ্জিল পলাতক রয়েছে।
আদালত সূত্রে জানা গেছে ২০০৯ সালের মার্চ মাসে গজারিয়ার যষ্টিতলা গ্রামের গোলবক্স বেপারীর ছেলে রিয়াজের সাথে একই গ্রামের আহ্নি নামের এক মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। এতে বাধ সাধে হুগলাকান্দি গ্রামের হাছেন ভুইয়ার ছেলে শামিম।এক পর্যায়ে রিয়াজ ও আহ্নি ঘুরতে গেলে নিখোজ হয় রিয়াজ। নিখোজের ৩ দিন পর স্থানীয় ধানক্ষেতে রিয়াজের মৃত দেহ পাওয়া যায়। পরে গজারিয়া থানায় রিয়াজের পিতা গোলবক্স দেওয়ান বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। এবং শামিম পুলিশের কাছে ধরা পড়ে স্বিকারোক্তিমূলক জবানবন্ধি প্রদান করে। দির্ঘ দিন মামলা চলার পর রোববার বিকেল সাড়ে ৪টার দিকে জেলাও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ শওকত আলী চৌধুরী এ রায় প্রদান করেন। এ সময় আদালতে ফাসির আসামী রিপন ও শামিম এবং যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামি মো: জালাল উপস্থিত থেকে রায় শুনে সকলে কান্নায় ভেঙ্গে পড়েন। মামলার বাদী গোলবক্স উপস্থিত সাংবাদিকদের কাছে তাতক্ষনিক প্রতিক্রিয়ায় জানান সে এই রায়ে সন্তুষ্ট হযেছেন। এবং তিনি এই রায় দ্রুত বাস্তবায়ন দেখতে চান। এ দিকে এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবে রিপন,শামিমদের আইনজীবি আব্দুল হালিম সরদার। রাষ্ট্রপক্ষের আইনজীবি হিসেবে দায়িত্ব পালন করেন পাবলিক প্রসিকিউটরস এ্যাডভোকেট আব্দুল মতিন।