জেলার গজারিয়া উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বালুয়াকান্দি এলাকায় অনুষ্ঠিতব্য একটি বাল্যবিবাহ মঙ্গলবার বন্ধ হওয়ার খবর জানা গেছে।
গজারিয়া উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমা বেগম ঘটনার সত্যতা নিশ্চত করে জানান, বালুয়াকান্দি ডা. আব্দুল গফফার স্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখার দশম শ্রেণির ছাত্রী স্থানীয় লিটন মিয়ার মেয়ে ফাতেমা আক্তার শিখার(১৫) বিয়ের দিন ধার্য ছিল মঙ্গলবার।
প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা বিলকিস খবর পেয়ে ওই ছাত্রীর বাবার কাছ থেকে লিখিত মুচলেকা নিয়ে বাল্যবিবাহ বন্ধ করে দেন।