মেঘনা নদীর মুন্সীগঞ্জের গজারিয়া অংশের বিভিন্ন পয়েন্টে আজ অভিযান চালিয়ে ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে গজারিয়া কোস্টগার্ড।
গজারিয়া কোস্টগার্ডের পিসি মোঃ লুৎফর রহমান জানান, আমরা আজ সকালে আমরা মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালন করি। এ সময় ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করি। তবে কাউকে আটক করা যায়নি। পরে উদ্ধারকৃত কারেন্ট জাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুবা বিলকিসের উপস্থিতিতে পুড়িয়ে দেওয়া হয়।