মুন্সিগঞ্জ, ২৮ জুন, ২০২০, গজারিয়া প্রতিনিধি (আমার বিক্রমপুর)
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া অংশের ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় শনিবার (২৭জুন) রাত সাড়ে আটটার সড়ক দুর্ঘটনায় জেএমআই ইন্ডাস্ট্রিতে কর্মরত এক নারী শ্রমিক নিহত হয়েছে।
নিহতের নাম, আফসানা আক্তার (২৪)। সে উপজেলার ভবেরচর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, নিহত আফসানা উপজেলার ভবেরচর ইউনিয়নের ভিটিকান্দিতে অবস্থিত জেএমআই ইন্ডাস্ট্রির একজন শ্রমিক ছিলেন। অন্যান্য দিনের মতো গতকাল রাত আটটায় ডিউটি শেষ করে বাড়ি ফিরছিল সে। পথিমধ্যে ভবেরচর বাস স্ট্যান্ড এলাকায় রাস্তা পার হতে গেলে কুমিল্লাগামী অজ্ঞাত পরিবহনের ধাক্কায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা স্বীকার করে গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর (নি.) নাসির উদ্দিন মজুমদার জানান, ঘাতক পরিবহনটিকে আটক করা যায়নি।