মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার তেতৈতলা গ্রামের মৃত সালামত দেওয়ানের ছেলে মোহাম্মদ হোসেনের (৩০) মরদেহ উদ্ধার করার খবর পাওয়া গেছে।
গজারিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. হেলালউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে গজারিয়া থানার এসআই সাইদুজ্জামান স্থানীয়দের খবরের ভিত্তিতে নিজের বসত ঘর থেকে ফুলে ফেপে উঠা মোহাম্মদ হোসেনের মরদেহ উদ্ধার করে। ওই বসত ঘরে মোহাম্মদ হোসেন একাই বসবাস করতেন। মরদেহ উদ্ধারের পর বুধবার ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠিয়েছে পুলিশ। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।
পুলিশের প্রাথমিক ধারণা তিন থেকে চার দিন আগে মৃত্যুর ঘটনাটি ঘটে থাকতে পারে।