আজ রোববার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমানের পরিক্ষার প্রথম দিনে গজারিয়া পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নকলে সহযোগিতার অপরাধে শিক্ষক আব্দুল কাদেরকে বহিস্কার করা হয়েছে।
গজারিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নায়ার সুলতানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পরীক্ষা হলে শিক্ষার্থীদের নকল করতে সহযোগিতার অপরাধে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা বিলকিস ওই শিক্ষককে বহিস্কার করেন।
বালুয়াকান্দি ডা.আব্দুল গফফার স্কুল এন্ড কলেজের শিক্ষক আব্দুল কাদেরকে আগামী তিন বছর পরীক্ষা সংক্রান্ত কোন দায়িত্ব দেয়া হবে না বলে জানানে হয়েছে।