২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | সকাল ৮:০৩
গজারিয়ায় দেশীয় উপকূলীয় নৌযান উদ্বোধন
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জের গজারিয়া নয়ানগরে অবস্থিত থ্রি-এঙ্গেল মেরিন শিপইয়ার্ডে লিঃ এ বি.আই.ডাব্লিউ.টি.এর অর্থায়নে ৭০০ যাত্রী ধারণক্ষমতা সম্পন্ন উপকূলীয় নৌযান নির্মাণ কাজের উদ্বোধন করলেন নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান।

এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নৌযানটির নির্মাণ কাজের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন বি.আই.ডাব্লিউ.টি.এর চেয়ারম্যান কমরেড মোজাম্মেল হক,বি.আই.ডাব্লিউ.টি.এর চেয়ারম্যান মিজানুর রহমান,গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুবা বিলকিস।

নৌমন্ত্রী তার বক্ততায় বলেন,শেখ হাসিনা জাতীর পিতা শেখ মুজিবর রহমানের সুযোগ্য কন্যা যতদিন তার হাতে দেশ পরিচালিত হবে তিনিও তার পিতার আদর্শ মেনে সঠিক পথে সুষ্ঠভাবে দেশ পরিচালনা করবেন। এ সময় বিএনপি-জামাত জোটের তীব্র সমালোচনা করে মন্ত্রী বলেন যারা স্বাধীন বাংলাদেশকে পাকিস্তান বানোনোর দিবা স্বপ্ন দেখছে তারা মূর্খ ছাড়া অন্য কিছু নয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন থ্রি-এঙ্গেল মেরিন শিপইয়ার্ডে লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিঃ মনিরুল ইসলাম ।

error: দুঃখিত!