১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | সকাল ১১:১৫
Search
Close this search box.
Search
Close this search box.
গজারিয়ায় ড্রাগন ফল গাছ বিতরণ করলেন সামিনা, চয়নিকা ও প্রিমা
খবরটি শেয়ার করুন:

কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী, নির্মাতা চয়নিকা চৌধুরী আর চিত্রশিল্পী নাজিয়া আন্দালিব প্রিমা। এরা তিনজনই স্ব স্ব ক্ষেত্রে পরিচিত। নিয়মিত কাজের বাইরে এবার তারা এক ব্যতিক্রম কাজে অংশ নিয়েছিলেন। গত ১৭ অক্টোবর গজারিয়ার নেয়ামত শুকরিয়া আইল্যান্ড লস্করদিতে তারা ড্রাগন ফল গাছের চারা বিতরণ করেন এবং চারা রোপন করেন।

আর এ অনুষ্ঠানটি আয়োজন করেছিলো শাইখ সিরাজ ফারমার্স ক্লাব। এ উপলক্ষে এক আলোচনা সভাও অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি এ এফ এম এ রহমান।

সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বনসাইশিল্পী কে এম সবুজ, অনুষ্ঠানের প্রধান সমন্বয়কারী মহিউদ্দিন আহমেদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কাজী হাসান। সভায় নির্বাচিত ব্যক্তিদের মধ্যে ৮০টি চারা বিতরণ করা হয়।

error: দুঃখিত!