মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে ইয়াবাসহ ২ জনকে আটক করেছে গজারিয়া থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দিবাগত রাত ৮ টার দিকে উপজেলার বালুয়াকান্দি বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে মিজানুর রহমান(৪০) নামে একজনকে ২৪ পিছ ইয়াবাসহ আটক করেছে গজারিয়া থানার এসআই আপন কুমার মজুমদার।আটক মিজানুর রহমান বালুয়াকান্দি গ্রামের মৃত ছানাউল্লাহ্ মিঞার ছেলে।
এদিকে গতকাল দিবাগত রাত ৯টার সময় উপজেলার বড় ভাটেরচর গ্রামে অভিযান চালিয়ে ১১ পিছ ইয়াবাসহ নবী হোসেন(২৮) নামে একজনকে আটক করেছে পুলিশ।আটক নবী হোসেন বড় ভাটেরচর গ্রামের মৃত মুসন আলীর ছেলে।