মুুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার রসুলপুর গ্রামের একটি স্কুল মাঠে অনুষ্ঠিত সম্মেলন শুরু হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির স্থানীয় সরকার ও সমবায় বিষয়ক সম্পাদক, জেলা বিএনপির সভাপতি আবদুল হাই। সম্মেলনের দ্বিতীয় পর্বে বিকেল ৫টার দিকে আগের কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ সিদ্দিকউল্লাহ ফরিদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন।
সাধারণ সম্পাদক পদে ২ জনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলে। পরে গোপন ভোটে ইসহাক আলী নির্বাচিত হয়। এর আগে সম্মেলনের প্রথম পর্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর মল্লিক রিপন, কেন্দ্রীয় বিএনপির সদস্য রহিমা সিকদার।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আহসান উল্লাহর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ন-সম্পাদক আতোয়ার হোসেন বাবুল, মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র, শহর বিএনপির সভাপতি একেএম ইরাদত মানু, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সভাপতি খান মনিরুল মনি পল্টন, কেন্দ্রীয় যুবদল নেতা মুজিবুর রহমান, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল আজিম স্বপন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা রফিকুল ইসলাম মাসুম, ঢাকা সিটি করপোরেশনের সাবেক কমিশনার মোতাহার হোসেন জাহাঙ্গীর প্রমুখ।