২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | রাত ৩:৫৯
খালেদা জিয়ার মুক্তির দাবিতে মুন্সিগঞ্জে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ ২৩ নভেম্বর, ২০১৯, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে মুন্সিগঞ্জ জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ।

শনিবার (২৩ নভেম্বর) সকালে মুন্সিগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ বিক্ষোভ অনুিষ্ঠত হয়।

মুন্সিগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সাবেক সাংসদ ও উপমন্ত্রী আব্দুল হাইয়ের নেতৃত্বে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। তারা এসময় বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, মিথ্যা আর ভূয়া মামলা দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাবন্দি করে গণতন্ত্রকে হত্যা করে রেখেছে এ সরকার।

এ সময় জেলা বিএনপির সভাপতি আব্দুল হাই সরকারের তীব্র সমালোচনা করে বলেন , মাত্র দুই কোটি টাকার মিথ্যা মামলা দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাজনৈতিক প্রতিহিংসাবসত কারাগারে বন্দি করে রেখেছে এই সরকার। আর অন্যদিকে সরকার দলীয় হোমরাচোমরা ও নেতাকর্মীরা হাজার হাজার কোটি টাকা লুট করে আরাম আয়েশের রাজনীতি করছে। অপরদিকে বিরোধী দলকে মিছিল মিটিং বা কোন সমাবেশ করার অনুমতি দেওয়া হয় না। এভাবে কোন গনতান্ত্রিক দেশ চলতে পারে না।

তিনি বলেন, একবার দিনে ভোট চুরি আরেকবার রাতে ভোট চুরি করে ক্ষমতায় এসে বিমান দিয়ে পিয়াজ এনে কোন লাভ হবে না। তাই গণতান্ত্রিক রাজনীতি ফিরিয়ে আনতে হলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার গঠন করতে হবে। তাই আন্দোলনের মাধ্যমেই খালেদা জিয়ার মুক্তি এবং নিরপেক্ষ নির্বাচনে বাধ্য করতে হবে এই সরকারকে।

error: দুঃখিত!