১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | দুপুর ১:০২
Search
Close this search box.
Search
Close this search box.
খতম হচ্ছে সিকান্দার বক্স!
খবরটি শেয়ার করুন:

জনপ্রিয় বিশেষ ধারাবাহিক ‘সিকান্দার বক্স’ আর নির্মাণ হবে না! কোরবানীর ঈদেই এ সিক্যুয়ালটি শেষ হয়ে যাবে বলে জানা গেছে।

সাগর জাহানের রচনা ও পরিচালনায় ৬ পর্বের বিশেষ ধারাবাহিক নাটক ‘সিকান্দার বক্স’। গত কয়েক ঈদে এ চরিত্রটি নিয়ে একাধিক নাটক প্রচারিত হয়েছে। প্রতিটি নাটকই পেয়েছে তুমুল জনপ্রিয়তা। সে ধারাবাহিকতায় এবার ঈদেও প্রচারিত হচ্ছে ‘সিকান্দার বক্স এখন রাঙামাটি’।

জনপ্রিয় এই বিশেষ ধারাবাহিকটি প্রচার করে থাকে বাংলাভিশন। ঈদের দিন থেকে ৬ষ্ঠ দিন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে।

ঈদের নাটকে নতুন ধারা তৈরী করেছিলেন পরিচালক আমজাদ হোসেন জব্বর আলী নাটকের মাধ্যমে।

প্রসঙ্গত, জব্বর আলীর পর দীর্ঘদিন জন্ম হয়নি নতুন কোনো চরিত্রের। ২০১০ সালের পর জনপ্রিয় হয়ে ওঠে আরমান ভাই চরিত্রটি।

কিন্তু টানা তিন বছরে দুটি করে ঈদ এমনকি পহেলা বৈশাখেও টিভিতে দেখা যায়নি আরমান ভাইকে। চরিত্রটিকে অনেক দিন দর্শকদের মাঝে বাঁচিয়ে রাখতেই পরিচালক শেষ করে দেন নতুন পর্ব নির্মাণ।

এর পরপরই জন্ম নেয় আরেকটি জনপ্রিয় চরিত্র সিকান্দার বক্স। এটিরও পরিচালক সাগর জাহান।

error: দুঃখিত!