মুন্সিগঞ্জ শহরের অপরাধের অভয়ারণ্য হিসেবে পরিচিত মানিকপুরের অপরাধচক্রের ব্যাপারে প্রশাসনের কঠোর অবস্থানে জনমনে যখন স্বস্তি ফিরে এসেছে ঠিক তখনই প্রশ্ন উঠেছে মানিকপুরের শীর্ষ সন্ত্রাসী ও চাদাবাজ রুবেল ওরফে ‘ব্ল্যাক রুবেলে’র বিরুদ্ধে প্রশাসনিক দৃশ্যত কোন পদক্ষেপ গ্রহণ না করায়।
অন্যদিকে খোজ নিয়ে জানা গেছে ‘অামার বিক্রমপুর’-এ সংবাদ প্রকাশের পর রুবেল মুন্সিগঞ্জ ছেড়ে পালিয়েছে। রুবেলের ব্যাবহ্রত মোবাইল ফোনটিও বন্ধ।
দূর্ধর্ষ ও ধুরন্ধর এই সন্ত্রাসী মুন্সিগঞ্জ শহরের গণকপাড়া এলাকার মজিবর এর ছেলে।
কিশোর বয়স পেরিয়েই চাঁদাবাজির মাধ্যমে অপরাধ জগতে প্রবেশ করে রুবেল। দেখতে কালো ও কাজকর্মে প্রতাপী রুবেলকে তাই সবাই ‘ব্ল্যাক রুবেল’ নামেই ডাকে। শহরের সাংবাদিক থেকে প্রশাসন রুবেলের ভয়ে মুখ খোলে না। মানিকপুরের এমন কোন প্রবাসী বা ফ্ল্যাটের মালিক নেই যার কাছ থেকে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে চাদা অাদায় করেনি রুবেল।
প্রকাশ্যে অস্র নিয়ে দাপিয়ে বেড়ানো রুবেলের বিরুদ্ধে মাঠে কাছ করছে র্যাব।
র্যাবের এক কর্মকর্তার সাথে এ বিষয়ে কথা হলে তিনি জানান, রুবেলের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ একজন ভুক্তভোগী ইমেইল করে র্যাবের সদর দপ্তরে পাঠিয়েছেন। সেখান থেকে নির্দেশনা রয়েছে অামাদের কাছে।
পুলিশ গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা ‘অামার বিক্রমপুর’ কে জানান, রুবেলের বাসার উপর অামাদের নজর রয়েছে। অাইনের চোখ ফাকি দিয়ে রুবেল বেশিদিন পালিয়ে থাকতে পারবে না। অার রুবেলের অবৈধ অস্ত্রের অবস্থান সম্পর্কেও গোয়েন্দারা নিবিড় পর্যবেক্ষণে অাছে।
এদিকে রুবেলের পালিয়ে বেড়ানো নিয়ে সাধারণ মানুষের মনে প্রশ্ন জেগেছে, তবে কি সন্ত্রাসী শাহজালাল, মাদক ব্যবসায়ী অারিফ, ডাকাত রিংকুর মত ক্রসফায়ারের দিকেই এগিয়ে যাচ্ছে ‘ব্ল্যাক রুবেল’?