২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | সকাল ৭:২৯
কাল ৯ ঘন্টা বিদ্যুৎ থাকবে না মুন্সিগঞ্জ সদরের ৪ এলাকায়
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১১ ফেব্রুয়ারি ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

আগামীকাল বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টানা ৯ ঘন্টা মুন্সিগঞ্জ সদরের ৪ টি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি।

সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার মো. সানোয়ার হোসেন স্বাক্ষরিত পত্রে বলা হয়, বৈদ্যুতিক লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

যে এলাকাগুলোতে বিদ্যুৎ থাকবে না সেগুলো হলো- 

পঞ্চসার ইউনিয়নের সরদারপাড়া, নতুনগাঁও (আংশিক), মুন্সিগঞ্জ পৌরসভার গণকপাড়া ও রাড়ী বাড়িসহ তৎসংলগ্ন এলাকা।

error: দুঃখিত!