নিজস্ব প্রতিবেদক: অাসছে ১২ডিসেম্বর মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় বহুল কাঙ্খিত পদ্মা সেতুর মুল পাইলিং উদ্বোধন করতে অাসবেন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ অাওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনা। এসময় পৃথক দুটি জনসভায় অংশগ্রহনের কথা রয়েছে তার।
প্রধানমন্ত্রীর অাগমন সফল করার লক্ষ্যে অাগামীকাল ৮ডিসেম্বর মঙ্গলবার বেলা ১২টা’য় মুন্সিগঞ্জ শহরে জেলা সার্কিট হাউসে প্রস্তুতিমূলক সভা করবে মুন্সিগঞ্জ জেলা ছাত্রলীগ।
এতে উপস্থিত থাকবেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম সোহাগ ও সাধারণ সম্পাদক জাকির হোসেন।
মুন্সিগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়েজ অাহম্মেদ পাভেল অাজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন।
তিনি পরে ‘অামার বিক্রমপুর’ কে বিষয়টি নিশ্চিত করে অারও জানান, ‘সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও জেলা’র প্রতিটি ইউনিটের ছাত্রলীগের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রীর অাগমন অর্থবহ করে তুলতে সভায় সকলের মতামত গ্রহন করা হবে।’