১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | সকাল ১০:৩৬
Search
Close this search box.
Search
Close this search box.
কাউন্সিলর মকবুল হোসেনের খাদ্য সামগ্রী বিতরণ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২২ মে, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ পৌরসভার কর্মহীন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মাঝে ব্যক্তিগত উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মকবুল হোসেন।

শুক্রবার (২২ মে) সকালে পৌরসভার হাটলক্ষীগঞ্জ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইদ্রাকপুর, শ্রীপল্লী ও হাটলক্ষীগঞ্জে এলাকার ১ হাজার পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

কাউন্সিলর মকবুল হোসেন জানান, এ নিয়ে পঞ্চম ধাপে তিনি খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। কেউ যদি খাদ্যসংকটে ভোগেন তাহলে তার সাথে যোগাযোগ করার অনুরোধ করেন তিনি।

খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো, চাল-৫ কেজি, ১ কেজি ডাল, ১ কেজি পিয়াজ, ৫০০ গ্রাম লবণ, ৩ কেজি আলু।

এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, তরুণলীগ নেতা শিপন, হৃদয়, আকাশ ও ৩ নং ওয়ার্ড ছাত্রলীগের কর্মীরা।

error: দুঃখিত!