মুন্সিগঞ্জ, ১২ জুন, ২০২০, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন কল্লোলের করোনা মুক্তির জন্য দোয়া চেয়ে মুন্সিগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের মসজিদে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের ব্যবস্থা করেছেন স্থানীয় সমাজসেবক পারভেজ বেপারী।
শুক্রবার (১২ জুন) জুমার নামাযের পরে রামপাল ইউনিয়নের বিভিন্ন মসজিদে তিনি এই কর্মসূচি পালন করেন।
একই কর্মসূচির অংশ হিসেবে বল্লালবাড়ি জামে মসজিদে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
সেখানে পারভেজ বেপারী বলেন, ‘মুন্সিগঞ্জ শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন কল্লোল সর্বমহলে সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত। উনি জনগণের হয়ে কাজ করতে গিয়ে অসুস্থ হয়েছেন। উনার জন্য মুসলমান হিসেবে সবাই আল্লাহ্ তাআলার কাছে দোয়া করবেন।
পারভেজ বেপারী আরও বলেন, ‘মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মৃণাল কান্তি দাসও শারিরীকভাবে কিছুটা অসুস্থ। আপনারা তার জন্যও দোয়া করবেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, বল্লালবাড়ি পঞ্চায়েত কমিটির সভাপতি হাজী সানাউল্লাহ বেপারী, সাধারণ সম্পাদক জসীম দেওয়ান, ৭ নং ওয়ার্ড সাবেক ইউপি সদস্য বাবুল দেওয়ান, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক চিস্তিয়া বেপারী, সদর থানা মৎসজীবী লীগের সাধারণ সম্পাদক শামীম বেপারী, জেলা মৎসজীবী লীগের সহ-সভাপতি গিয়াস দেওয়ান, বীর মুক্তিযোদ্ধা চুন্নু বেপারী, ছাত্রলীগ নেতা পলাশ বেপারী প্রমুখ।