২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
সোমবার | রাত ১২:০১
করোনা: মুন্সিগঞ্জে সকল ধরনের গণজমায়েত বন্ধ ঘোষনা
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২০ মার্চ, ২০২০, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

‘করোনা ভাইরাস’ এর বিস্তার রোধে মুন্সিগঞ্জে সব ধরনের ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।

শুক্রবার (২০ মার্চ) রাতে মুন্সিগঞ্জ জেলার অভ্যন্তরে করোনা ভাইরাস (কোভিড ১৯) এর প্রাদুর্ভাব মোকাবেলায় জেলার সকল কার্যক্রমের সার্বিক সমন্বয় এবং তদারককারী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সরকারও নির্দেশ দিয়েছে আমরাও সকল উপজেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছি। তারাই এই কার্যক্রম বাস্তবায়ন করবেন।’

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে বিশ্বের অধিকাংশ দেশে ছড়িয়ে পড়া ‘করোনা ভাইরাস’ এর প্রাদুর্ভাব বাংলাদেশেও দেখা দিয়েছে। এই লক্ষ্যে আমাদের দেশে ‘করোনা ভাইরাস’ এর বিস্তার রোধে সতর্কতা হিসেবে মুন্সিগঞ্জের ৬টি উপজেলার সকল প্রকার সভা-সমাবেশ, সাংস্কৃতিক, সামাজিক, ওরশ, ওয়াজ-মাহফিল, কীর্তন, মেলাসহ সকল প্রকার অনুষ্ঠানাদি এবং যে কোনো গণজমায়েত সাময়িক ভাবে বন্ধ ঘোষণা করা হলো। এরই সাথে বিদেশফেরত ব্যক্তিদেরকে বাধ্যতামূলক ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য বলা হয়েছে। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবেও আদেশে উল্লেখ করা হয়।

error: দুঃখিত!