২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | ভোর ৫:০৪
করোনা: মিরকাদিমে বাজার মনিটরিংয়ে মেয়র শাহিন
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২০ মার্চ, ২০২০, লিটন মাহমুদ (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদর উপ‌জেলার মিরকা‌দিম পৌরসভায় করোনা ভাইরাসের অজুহাতে সংকট তৈরি করে কেউ যাতে দ্রব্যের দাম বৃদ্ধি না করতে পারে, সেজন্য বাজার নিয়ন্ত্রণে রাখতে মিরকা‌দিম পৌরসভার রিকাবী বাজারে মনিটরিং করেছেন মিরকা‌দিম পৌরসভার মেয়র শ‌হিদুল ইসলাম শা‌হিন।

করোনার প্রভাবে মিরকা‌দিম পৌরসভার সকল বা‌জা‌রে পেঁয়াজের বাজার অস্থির এমন খবর পেয়ে রিকাবী বাজারে নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্যের বাজারদর মনিটরিং করেন তিনি।

এ সময় রিকাবী বাজারের চাল, ডাল, আটা, ময়দা, পেয়াজ, রসুন আদা, তেল, মসলাসহ কাচাঁ বাজার ঘুরে দেখেন এবং দোকানে মূল্য তালিকা ঝুলিয়ে রাখার নির্দেশ দেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন হাঁতিমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো:রাজিব খাঁন, বাজার সমিতির সভাপতি ও বর্নালী স্যাটেলাইটের কর্ণধার বাবুল আহমেদ, পৌর কাউন্সিলর আব্দুল মজিদ, হাজী আজমান হোসেন, সোহেল মনির, হারুন অর রশিদ, মহিলা কাউন্সিলর নূর জাহান শিল্পী, সানোয়ারা বেগম ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ সহ আরো অনেকে।

error: দুঃখিত!