মুন্সিগঞ্জ, ১৪ এপ্রিল, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের গজারিয়ায় করোনা পরিস্থিতিতির কারনে ঘরবন্দি কর্মহীন নিম্ন মধ্যবিত্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ছাত্রলীগ।
সোমবার (১৪ এপ্রিল) উপজেলার ভবেরচর ইউনিয়নের ৪টি গ্রামের ২০০ পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
গজারিয়া উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি রাশেদুল আমিন জনি ও কার্যকরী সদস্য সাইফুল ইসলাম রনি এর নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো, ৫কেজি চাল, ১কেজি ডাল, ১কেজি পেয়াজ, ১টি সাবান, ১ লিটার তৈল।
উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি রাশেদুল আমিন জনি জানান, ‘মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মৃণাল কান্তি দাসের নির্দেশে অসহায় কর্মহীনদের পাশে সাধ্যমতো দাড়িয়েছি। সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে তাদের দুঃখ-কষ্ট আরও লাঘব হবে।