২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | সন্ধ্যা ৬:১৭
করোনাভাইরাস: মুন্সিগঞ্জে নতুন আক্রান্ত ৫৬ জন সহ মোট ১৬৪১
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৬ জুন, ২০২০, প্রধান প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে আজ আরও ৫৬ জন ‘করোনা পজেটিভ’ রোগী পাওয়া গেছে। এ নিয়ে মুন্সিগঞ্জে সর্বমোট করোনা রোগীর সংখ্যা ১৬৪১ জন।

মুন্সিগঞ্জের সিভিল সার্জন ডাঃ আবুল কালাম আজাদ আজ মঙ্গলবার (১৬ জুন) এসব তথ্য ‘আমার বিক্রমপুর’ কে নিশ্চিত করেন।

নতুন আক্রান্তদের মধ্যে, মুন্সিগঞ্জ সদর উপজেলার ১৬ জন, গজারিয়া উপজেলার ৩ জন, টংগিবাড়ী উপজেলার ৬ জন, সিরাজদিখান উপজেলার ২১ জন, লৌহজং উপজেলার ৬ জন ও শ্রীনগর উপজেলার ৪ জন।

মুন্সিগঞ্জে করোনা আক্রান্তের সর্বশেষ চিত্র- মঙ্গলবার, ১৬ জুন, ২০২০ইং

উপজেলাআক্রান্তমৃত্যুসুস্থ
মুন্সিগঞ্জ সদর৭১১২০১৪০
গজারিয়া১৫৮৫০
টংগিবাড়ী১৩৩৩১
লৌহজং২২৩২৫
সিরাজদিখান২৫৮৭৬
শ্রীনগর১৫৮৫২
 সর্বমোট- ১৬৪১সর্বমোট- ৩৯সর্বমোট- ৩৭৪
সূত্রঃ সিভিল সার্জন, মুন্সিগঞ্জ

মুন্সিগঞ্জ থেকে আজ পর্যন্ত (১৬ জুন) ৭৬৭৬ জনের শরীর থেকে করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে। এর মধ্যে ৭২১৮ জনের রেজাল্ট পাওয়া গেছে। এর মধ্যে আক্রান্ত ১৬৪১, মৃত ৩৯, সুস্থ ৩৭৪ জন। রেজাল্ট এখনো পাওয়া যায়নি ৪৫৮ জনের।

উল্লেখ্য, গত ১১ এপ্রিল প্রথম মুন্সিগঞ্জে একসাথে দুই নারীসহ দশজন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়।