১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | সকাল ৭:৪৬
করোনাভাইরাস: মুন্সিগঞ্জে নতুন আক্রান্ত ৫৫ জন সহ মোট ১৯৮০
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৭ জুন, ২০২০, প্রধান প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে আজ আরও ৫৫ জন ‘করোনা পজেটিভ’ রোগী পাওয়া গেছে। এ নিয়ে মুন্সিগঞ্জে সর্বমোট করোনা রোগীর সংখ্যা ১৯৮০ জন।

মুন্সিগঞ্জের সিভিল সার্জন ডাঃ আবুল কালাম আজাদ আজ শনিবার (২৭ জুন) এসব তথ্য ‘আমার বিক্রমপুর’ কে নিশ্চিত করেন।

নতুন আক্রান্তদের মধ্যে, মুন্সিগঞ্জ সদর উপজেলার ১৬ জন, সিরাজদিখান উপজেলার ১১ জন, লৌহজং উপজেলার ৯ জন, শ্রীনগর উপজেলার ৯ জন ও গজারিয়া উপজেলার ১০ জন।

মুন্সিগঞ্জে করোনা আক্রান্তের সর্বশেষ চিত্র- শনিবার, ২৭ জুন, ২০২০ইং

উপজেলাআক্রান্তমৃত্যুসুস্থ
মুন্সিগঞ্জ সদর৮৩৮২৩১৮০
গজারিয়া২০২৭৩
টংগিবাড়ী১৮০৪৭
লৌহজং২৬৭৮২
সিরাজদিখান৩০৯১৬০
শ্রীনগর১৮৪৭৫
 সর্বমোট- ১৯৮০সর্বমোট- ৪৬সর্বমোট- ৬১৭
সূত্রঃ সিভিল সার্জন, মুন্সিগঞ্জ

মুন্সিগঞ্জ থেকে আজ পর্যন্ত (২৭ জুন) ৯৭৩১ জনের শরীর থেকে করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে। এর মধ্যে ৯৩০৭ জনের রেজাল্ট পাওয়া গেছে। এর মধ্যে আক্রান্ত ১৯৮০, মৃত ৪৬, সুস্থ ৬১৭ জন। রেজাল্ট এখনো পাওয়া যায়নি ৪২৪ জনের।

উল্লেখ্য, গত ১১ এপ্রিল প্রথম মুন্সিগঞ্জে একসাথে দুই নারীসহ দশজন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়।