১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শনিবার | রাত ৪:৪৫
Search
Close this search box.
Search
Close this search box.
শ্রীনগরে মাস্ক ব্যবহার না করায় ভ্রাম্যমান আদালতের জরিমানা
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৭ জুন, ২০২০, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগরে মাস্ক ব্যবহার না করায় উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ রহিমা আক্তার ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা আদায় করেছেন।

শনিবার (২৭ জুন) দুপুরে তিনি শ্রীনগর বাজারের পশ্চিম পাশে ও ঝুমুল হল সড়কে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। মাস্ক ব্যবহার না করায় ভ্রাম্যমান আদালত ১২জনকে ৬হাজার ৭শ টাকা জরিমানা করেন। এসময় তিনি পথচারী সহ ব্যবসায়ীদের মধ্যে মাস্ক বিতরণ করেন এবং তা যথাযথ ভাবে ব্যবহার সহ স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দেন।

শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ রহিমা আক্তার বলেন, করোনা ভাইরাস প্রতিরোধের জন্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। ভ্রাম্যমান আদালতের অভিযান চলমান থাকবে। কেউ স্বাস্থ্যবিধি না মেনে নিজের ইচ্ছেমত চলাচল করলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

error: দুঃখিত!