৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | রাত ২:৫৮
Search
Close this search box.
Search
Close this search box.
করোনাভাইরাসে মুন্সিগঞ্জে নতুন আক্রান্ত ৬ জন সহ মোট ৭০৯
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৩১ মে, ২০২০, প্রধান প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে আজ আরও ৬ জন ‘করোনা পজেটিভ’ রোগী পাওয়া গেছে। এ নিয়ে মুন্সিগঞ্জে সর্বমোট করোনা রোগীর সংখ্যা ৭০৯ জন।

মুন্সিগঞ্জের সিভিল সার্জন ডাঃ আবুল কালাম আজাদ আজ রোববার (৩১ মে) এসব তথ্য ‘আমার বিক্রমপুর’ কে নিশ্চিত করেন।

মুন্সিগঞ্জ জেলায় করোনা আক্রান্তের চিত্র- রোববার, ৩১ মে এপ্রিল, ২০২০ইং

উপজেলাআক্রান্তমৃত্যুসুস্থ
মুন্সিগঞ্জ সদর৩৫০১৩৮২
গজারিয়া৮৩১৫
টংগিবাড়ী৪৩২১
লৌহজং৬৯১০
সিরাজদিখান৯৯৪৬
শ্রীনগর৬৩৩৯
 সর্বমোট- ৭০৯সর্বমোট-২০সর্বমোট- ২১৩
সূত্রঃ সিভিল সার্জন, মুন্সিগঞ্জ

মুন্সিগঞ্জ থেকে আজ পর্যন্ত (৩১ মে) ৪৩৬৮ জনের শরীর থেকে করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে। এর মধ্যে ৩৯৩৭ জনের রেজাল্ট পাওয়া গেছে। এর মধ্যে আক্রান্ত ৭০৯, মৃত ২০, সুস্থ ২১৩ জন। রেজাল্ট এখনো পাওয়া যায়নি ৪০১ জনের।

উল্লেখ্য, গত ১১ এপ্রিল প্রথম মুন্সিগঞ্জে একসাথে দুই নারীসহ দশজন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়।

error: দুঃখিত!