মুন্সিগঞ্জ, ৩১ মে, ২০২০, প্রধান প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে আজ আরও ৬ জন ‘করোনা পজেটিভ’ রোগী পাওয়া গেছে। এ নিয়ে মুন্সিগঞ্জে সর্বমোট করোনা রোগীর সংখ্যা ৭০৯ জন।
মুন্সিগঞ্জের সিভিল সার্জন ডাঃ আবুল কালাম আজাদ আজ রোববার (৩১ মে) এসব তথ্য ‘আমার বিক্রমপুর’ কে নিশ্চিত করেন।
মুন্সিগঞ্জ জেলায় করোনা আক্রান্তের চিত্র- রোববার, ৩১ মে এপ্রিল, ২০২০ইং
উপজেলা | আক্রান্ত | মৃত্যু | সুস্থ |
মুন্সিগঞ্জ সদর | ৩৫০ | ১৩ | ৮২ |
গজারিয়া | ৮৩ | – | ১৫ |
টংগিবাড়ী | ৪৩ | ৩ | ২১ |
লৌহজং | ৬৯ | ৩ | ১০ |
সিরাজদিখান | ৯৯ | – | ৪৬ |
শ্রীনগর | ৬৩ | ১ | ৩৯ |
সর্বমোট- ৭০৯ | সর্বমোট-২০ | সর্বমোট- ২১৩ |
মুন্সিগঞ্জ থেকে আজ পর্যন্ত (৩১ মে) ৪৩৬৮ জনের শরীর থেকে করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে। এর মধ্যে ৩৯৩৭ জনের রেজাল্ট পাওয়া গেছে। এর মধ্যে আক্রান্ত ৭০৯, মৃত ২০, সুস্থ ২১৩ জন। রেজাল্ট এখনো পাওয়া যায়নি ৪০১ জনের।
উল্লেখ্য, গত ১১ এপ্রিল প্রথম মুন্সিগঞ্জে একসাথে দুই নারীসহ দশজন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়।