৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ৮:৪৬
Search
Close this search box.
Search
Close this search box.
করোনাভাইরাসে মুন্সিগঞ্জে নতুন আক্রান্ত ৩৫ জন সহ মোট ৬০৬
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৬ মে, ২০২০, প্রধান প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে আজ আরও ৩৫ জন ‘করোনা পজেটিভ’ রোগী পাওয়া গেছে। এ নিয়ে মুন্সিগঞ্জে সর্বমোট করোনা রোগীর সংখ্যা ৬০৬ জন।

মুন্সিগঞ্জের সিভিল সার্জন ডাঃ আবুল কালাম আজাদ আজ মঙ্গলবার (২৬ মে) এসব তথ্য ‘আমার বিক্রমপুর’ কে নিশ্চিত করেন।

মুন্সিগঞ্জ জেলায় করোনা আক্রান্তের চিত্র- মঙ্গলবার, ২৬ মে এপ্রিল, ২০২০ইং

উপজেলাআক্রান্তমৃত্যুসুস্থ
মুন্সিগঞ্জ সদর২৮১১০৫৬+
গজারিয়া৭৫১২+
টংগিবাড়ী৪৪৬+
লৌহজং৫৩৪+
সিরাজদিখান৯২৩০+
শ্রীনগর৬২৩৭+
 সর্বমোট- ৬০৬সর্বমোট-১৭সর্বমোট- ১৬৭
সূত্রঃ সিভিল সার্জন, মুন্সিগঞ্জ

উল্লেখ্য, গত ১১ এপ্রিল প্রথম মুন্সিগঞ্জে একসাথে দুই নারীসহ দশজন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়।

error: দুঃখিত!