বলিউড থেকে মার্কিন মুলুক- প্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। তার কদর দিন দিন বেড়েই চলেছে। টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’ থেকে হলিউড সিনেমা ‘বেওয়াচ’ এর কারণে অস্কারের রেড কার্পেটেও পা রাখেন তিনি। আর এবারে সোজা হোয়াইট হাউসে প্রিয়াঙ্কা। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে করসপন্ডেন্টস নৈশভোজে অংশ নেন তিনি।
গতকাল হোয়াইট হাউসে কালো গাউনে নিজেকে মেলে ধরলেন দেশিগার্ল। খোশমেজাজে নৈশভোজ সারলেন বারাক ওবামা ও মিশেল ওবামার সঙ্গে। ইনস্টাগ্রামে সেই ছবি পোস্ট করে লিঙ্ক টুইটও করেছেন বিশ্বসুন্দরী। ওবামাকে ‘ফানি’ ও ‘চার্মিং’ বলে অভিহিত করেছেন প্রিয়াঙ্কা।