মুন্সিগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজের ছাত্রাবাস কেন্দ্রীক মাদক ব্যাবসা ও সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনার সংবাদে ঝড় উঠেছে শহরজুড়ে।
শহরবাসী ও ভূক্তভোগী শিক্ষার্থীরা পুলিশ সুপারের দুঃসাহসিক কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেছেন।
তারা বলেছেন, প্রশাসন সবকিছু জানার পরেও এতদিন নিরব ছিলেন।
কলেজ ছাত্রাবাসের সামনে পাথরবোঝাই ট্রাকে ফেনসিডিল উদ্ধারের ২৪ঘন্টার মধ্যেই দুঃসাহসিক অভিযান চালিয়ে কলেজ ছাত্রাবাস থেকে বিপুল পরিমান অস্র উদ্ধার করেছে মুন্সিগঞ্জ পুলিশ।
শনিবার দিবাগত গভীর রাত ১টা থেকে রবিবার সকাল ৫টা পর্যন্ত দীর্ঘ সময় এই অভিযান পরিচালনা করা হয়। এসময় জিজ্ঞাসাবাদের জন্য ৬জন কে পুলিশ অাটক করলেও কারও পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
পুলিশ সুপার জাহেদুল আলম ফুয়াদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে হরগঙ্গা কলেজ ছাত্রাবাসে অভিযান চালিয়ে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি নিবির অাহম্মেদ এর কক্ষ থেকে এসব আগ্নেআস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
মুন্সিগঞ্জ পুলিশের প্রেস বিজ্ঞপ্তি থেকে অারও জানানো হয়ঃ
প্রথম বারের মতো মুন্সীগঞ্জ সরকারী হরগঙ্গা কলেজ ছাত্রাবাসে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার।
অদ্য ২৫/১২/২০১৬ খ্রিঃ রাত অনুমান ০১.০০ ঘটিকা হতে ভোর ০৫.০০ ঘটিকা পর্যন্ত মুন্সিগঞ্জ সরকারী হরগঙ্গা কলেজের ছাত্রাবাসে পুলিশ সুপার জনাব মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম মহোদয় এর সার্বিক নির্দেশনা ও তত্ত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মুন্সিগঞ্জ সার্কেল জনাব মোঃ সোহেল রানা, সিনিঃ সহকারী পুলিশ সুপার(সদর/ক্রাইম) জনাব আসাদুজ্জামান গণের নেতৃত্বে অফিসার ইনচার্জ, মুন্সিগঞ্জ সদর থানা জনাব মোঃ ইউনুচ আলী, জেলা গোয়েন্দা শাখা, পুলিশ লাইন্স এর অফিসার ও ফোর্সের সমন্বয়ে এবং কলেজ কর্তৃপক্ষের উপস্থিতিতে নিম্নবর্ণিত অস্ত্র-গুলি ও মাদকসহ অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে সন্দেহভাজন হিসেবে ০৬ জনকে জিজ্ঞাসাবদের জন্য হেফাজতে নেয়া হয়।
উদ্ধারকৃত অস্ত্র-গুলি ও মাদকসহ অন্যান্য সরঞ্জামাদির বিবরণীঃ
১। ০২টি বিদেশী পিস্তল
২। ০৩ টি ম্যাগাজিন
৩। ৮৯ রাউন্ড পিস্তলের গুলি
৪। ০৩ রাউন্ড থ্রি নট থ্রি রাইফেলের গুলি
৫। ০১টি কাঠের বাটযুক্ত পাইপগান
৬। ০১টি থ্রি নট থ্রি রাইফেলের ড্যামো
৭। ০১টি এয়ারগান
৮। ০৪ রাউন্ড শর্টগানের কার্তুজ ও ০২ রাউন্ড কার্তুজের খোসা
৯। পাইপগান তৈরী বিভিন্ন সরঞ্জামাদি
১০। ০১টি খেলনা পিস্তল
১১। ০২টি চাইনিজ কুড়াল
১২। ০৫টি বড় ছোরা
১৩। ০২টি ছোট চাকু
১৪। ০১টি হেক্সো ব্লেড
১৫। ৩৩ বোতল ফেন্সিডিল।