১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | রাত ১০:৪৯
এবছর মুন্সিগঞ্জ থেকে পবিত্র হজ্ব পালনে গেছেন ৪৯১ জন
খবরটি শেয়ার করুন:
33

মুন্সিগঞ্জ, ৫ জুন ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে মুন্সিগঞ্জ জেলা থেকে এবার সৌদি আরবে গমন করেছেন ৪৯১ জন হজ্বযাত্রী। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় রয়েছেন ৫ জন এবং বাকি ৪৮৬ জন গিয়েছেন বেসরকারি হজ্ব এজেন্সিগুলোর মাধ্যমে।

মুন্সিগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোস্তফা কামাল এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, হজ্বে যাওয়ার উদ্দেশ্যে আমাদের কাছে রেজিস্ট্রেশন করেছিলেন ৪৯১ জন। পরে সরকারি ট্রেনিংয়ে অংশ নিয়েছিলেন ২৮৬ জন। তবে অনেকে বেসরকারিভাবে ট্রেনিং করে হজ্বে গেছেন। এছাড়া মুন্সিগঞ্জের বাসিন্দা যারা বর্তমানে অন্য জেলায় থাকেন তাদের হিসাব আমাদের কাছে নেই।

আজ ৯ জিলহজ, বৃহস্পতিবার (৫ জুন) পালিত হচ্ছে পবিত্র হজ্বের মূল দিন ইয়াওমে আরাফা। সৌদি আরবের মক্কার অদূরে অবস্থিত ঐতিহাসিক আরাফাতের প্রান্তরে সমবেত হয়েছেন বিশ্বের ১৮০টিরও বেশি দেশের প্রায় ১৯ লাখ মুসলমান। ‘লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক’ তাকবিরের ধ্বনিতে প্রকম্পিত হয়ে উঠেছে আরাফার আকাশ-বাতাস।