বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক এ.কে. এম শহীদুল হক বলেছেন, উন্নয়নের পূর্বশর্ত হল আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখা। নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক না হলে সকল উন্নয়ন বাধাগ্রস্থ হয়। আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার দায়িত্ব হল পুলিশের। এখানে বিদেশীরা আছেন তাদের মানষিক ও কাজে যাতে কোন প্রকার সমস্যা না হয় এজন্য নিরাপত্তা দেওয়া হচ্ছে।
তিনি আরো বলেন, আমি এখানে বিদেশীদের সাথে কথা বলেছি, তারা স্বস্তিতে আছেন, নিরাপত্তা নিয়ে তাদের দুঃশ্চিন্তা নেই, কোন উদ্বেগ, উৎকন্ঠা নাই। পুলিশ আছে. আনসার ব্যাটেলিয়ান ও সেনাবাহিনী আছে। সার্বিক বিষয় প্রশাসন খেয়াল রাখছে। ব্রীজটি যাতে নির্ধারিত সময়ে হয় এজন্য সকলের প্রচেষ্টা থাকবে। পুলিশের পক্ষ থেকে আমাদের সার্বিক সহযোগীতা থাকবে। সেতু বিভাগের সচিবের ও পিডি মহোদয়ের সাথে কথা বলেছি, পুলিশ যখন চাইবেন তখনি পাইবেন।
তিনি জানান, এখানে ও পদ্মার ওপারে দুটি থানা হবে। শনিবার সকাল ১০টার দিকে আইজিপি শহীদুল হক মুন্সীগঞ্জের মাওয়ায় পদ্মা সেতু এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ডিআইজি(ঢাকা রেঞ্জ) এসএম মাহফুজুল হক, ডিাইজি(এইচআরএনএ) মো. আতিকুল ইসলাম, ডিআইজ(চলতি) মল্লিক ফকরুল ইসলাম, এডিআইজি(প্রশাসন) শফিকুল ইসলাম, এডিআইজ(ক্রাইম) মো. আলী, পুলিশ প্রধান বিজয় বিপ্লব তালুকদার সহ পুলিশের আরো উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।