১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | রাত ১০:১৭
ঈদে ঘরমুখো যানবাহনের ঢল পদ্মা সেতুর টোল প্লাজায়
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৩ জুন ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

ঈদ ছুটির প্রথম দিন সূর্য উঠার আগেই যানবাহনের ঢল নামে দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার পদ্মা সেতুতে। দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হয়নি।

শুক্রবার (১৪ জুন) ভোর সকাল থেকে দুপুর পর্যন্ত মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর উত্তর টোল প্লাজামুখী যানবাহনের ধীরগতি দেখা যায় বঙ্গবন্ধু মহাসড়কের শ্রীনগর উপজেলার ছনবাড়ি পর্যন্ত।

মাওয়া ট্রাফিক পুলিশের পরিদর্শক জিয়াউল ইসলাম বলেন, ‘রাতে পদ্মা সেতু সংলগ্ন ওয়েট স্কেলে পণ্যবাহী ট্রাক আটকে রাখায় শুক্রবার ভোরে মহাসড়কে যানবাহনের জটলা দেখা দেয়। এতে প্রায় ছয় কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের ধীর গতি ছিলো।’

তিনি বলেন, ‘পদ্মা সেতুতে মোটরসাইকেলের জন্য আলাদা বুথসহ সাতটি বুথে নিরবিচ্ছিন্ন টোল আদায় করা হচ্ছে। রাতের অপেক্ষমাণ পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যানও এখন চলাচল শুরু করেছে। ফলে টোল আদায়ে হিমসিম খাচ্ছে কর্তৃপক্ষ।’

সেতু কতৃপক্ষ বলছে, স্বাভাবিক সময়ের চেয়ে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় পদ্মা সেতুর টোল প্লাজায় যানবাহনগুলোকে টোল দিতে অপেক্ষা করতে হচ্ছে কিছু সময়। সেতু এলাকায় যানবাহন এগুচ্ছে ধীরগতিতে।

error: দুঃখিত!