মুন্সিগঞ্জ, ২৩ মার্চ ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
ঈদকে সামনে রেখে মুন্সিগঞ্জ সদরে মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের পাঞ্জাবি ও টুপি উপহার দেয়া হয়েছে।
আজ রোববার বিকালে খাসকান্দি এলাকার মুন্সিগঞ্জ আদর্শ তাফসিরুল কোরআন মাদরাসা ও এতিমখানার ৫৬জন শিক্ষার্থীকে সরকারি হরগঙ্গা কলেজের শিক্ষার্থী ওসামা সাজিদ জয় ও নেহাল আহমেদ জিহাদ এই উপহার তুলে দেন।
এসময় ওই শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিল করেন তারা।
এসময় আরও উপস্থিত ছিলেন, যুবদল নেতা জুনায়েদ, ছাত্রদল নেতা আবু মোহাম্মদ রুইয়াম, রাফসান রাফি, সিয়াম সামি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সচিব মেহেদী হাসান ও ফারদিন হাসান আবির।
স্বেচ্ছাসেবী হিসেবে উপস্থিত ছিলেন, হাসানুর, বিপ্লব, শহিদ, প্রান্ত, তায়েফ, আহাদ, মাহিন, যত্ন , অনল ও রাহুল।