মুন্সিগঞ্জের সদর উপজেলার বাংলাবাজার ইউনিয়নে সাধারণ ভোটারদের নিয়ে পুলিশের নির্বাচনী সচেতনামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। র
বিবার দুপুরে সদর উপজেলার বাংলাবাজারে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ প্রধান বিপ্লব বিজয় তালুকদার।
বক্তব্যে পুলিশ প্রধান বিপ্লব বিজয় তালুকদার বলেন, “নির্বাচনের আগে ও পরে কোন প্রকার সহিংসতা চলবে না এবং করতে দেয়া হবেনা। এমনও অনেক সংবাদ আসতে পারে রাতেই ভোট দেওয়া হয়ে গেছে সে সব কথায় কান না দিয়ে ভোট কেন্দ্রে গিয়ে যার যার ভোটাধীকার প্রায়োগ করবেন।”
তিনি আরো বলেন, “ভোটারদের ভোটাধিকার প্রয়োগ যাতে নিশ্চিন্তে করতে পারে সে জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে। আপনারা নির্ভয়ে ভোট কেন্দ্রে ভোট দিতে যাবেন পুলিশ আপনাদের সর্বাত্বক সহযোগিতা করবে।”
এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুচ আলীসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ।