১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | দুপুর ২:৫৯
Search
Close this search box.
Search
Close this search box.
ইউপি চেয়ারম্যান পদ থেকে বরখাস্ত হলেন হোসেন্দির মিঠু
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৬ মে ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল হক মিঠু সাময়িক বরখাস্ত হয়েছেন।

গেল ৮ মে উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণের দিন কেন্দ্র দখল, ব্যালট ছিনতাই, সাংবাদিক ও পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর করে নির্বাচনী কাজে হস্তক্ষেপের অভিযোগে হোসেন্দি ইউপি চেয়ারম্যান মনিরুল হক মিঠুকে সাময়িক বরখাস্ত করে আদেশ জারি করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

বৃহস্পতিবার দুপুরে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জ স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. যুবায়ের।

তিনি বলেন, ‘নির্বাচনী কাজে হস্তক্ষেপ করার অভিযোগে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকারের আদেশে মনিরুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ব্যপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

মামলা ও আদালত সূত্রে জানা যায়, ইউপি চেয়ারম্যান মিঠু বর্তমানে কারাগারে রয়েছেন। এর আগে গেল ১১ মে রাত ৮ টার দিকে ঢাকার শাহজাহানপুর থেকে মিঠুকে গ্রেপ্তার করে পুলিশ।

নির্বাচনের দিন সকালে হোসেন্দী ইউনিয়নের ভবানিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দৈনিক মানবজমিনের জেলা প্রতিনিধি গোলজার হোসেনের উপর হামলার ঘটনা ও বিকালে হোসেন্দি বহুমুখী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে ব্যালটপেপার ছিনতাইয়ের চেষ্টা, অস্ত্র-সস্ত্র নিয়ে পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় মিঠুকে প্রধান আসামি করে ৯ মে গজারিয়া থানায় পৃথক মামলা দায়ের হয়।

error: দুঃখিত!