২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | রাত ৩:২৯
আ. লীগের বিদ্রোহীর প্রচারে সশস্ত্র মেয়র
খবরটি শেয়ার করুন:

শনিবার পৌরসভা সীমান্তবর্তী গোয়াকান্দি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী আলমগীর সরকারের (ঘোড়া প্রতীকের) পক্ষে পাঁচটি নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন পৌর আওয়ামী লীগের এ সাধারণ সম্পাদক।

এ সময় তার কোমরে পিস্তলও ছিল, যা নির্বাচনী আচরণের লঙ্ঘন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আলমগীরকে সঙ্গে নিয়ে ৩০/৪০টি মোটরসাইকেলের শোডাউনসহ গোয়ালকান্দি ইউনিয়নে প্রবেশ করেন মেয়র আবুল কালাম আজাদ। পরে পথসভায় আলমগীর হোসেনকে (ঘোড়া প্রতীকে) ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

এসময় তার সঙ্গে পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান বিপ্লবসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গোয়ালকান্দি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়নে নৌকা প্রতীক নিয়ে উপজেলা আওয়ামী লীগের কৃষি সম্পাদক আব্দুল সালাম লড়ছেন। আর ঘোড়া প্রতীক নিয়ে দলের বিদ্রোহী প্রার্থী হিসেবে লড়ছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর সরকার।

আব্দুল সালাম বলেন, “সাধারণ ভোটারদের মধ্যে ভীতি সৃষ্টি করতে পথসভার নামে শোডাউন ও অস্ত্র নিয়ে নির্বাচনী প্রচারে অংশ নিয়েছেন বিদ্রোহী প্রার্থীর সমর্থক আবুল কালাম আজাদ।”

এ ব্যাপারে নির্বাচনী বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

এ ব্যাপারে মেয়র আবুল কালাম আজাদ বলেন, এটা তার লাইসেন্স করা পিস্তল। নিরাপত্তার জন্য তিনি পিস্তলটি কাছে রেখেছিলেন।

রাজশাহী জেলা নির্বাচন কর্মকর্তা আমিরুল ইসলাম বলেন, নির্বাচনী প্রচারে কারো কোনো ধরনের অস্ত্র বহন করার সুযোগ নাই। তার পরেও কেউ তা করে থাকলে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা অবশ্যই ব্যবস্থা নিবেন।

তিনি এতে ব্যর্থ হলে জেলা নির্বাচন অফিস এ বিষয়ে পদক্ষেপ নেবে বলেও জানান নির্বাচন কর্মকর্তা।

error: দুঃখিত!