প্রায় আড়াই কোটি টাকা ব্যায়ে রামপাল কলেজের ৪তলা বিশিষ্ট নতুন ভবনের উদ্বোধন করেছেন কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি সাংসদ মৃণাল কান্তি দাস।
বৃহস্পতিবার (১ নভেম্বর) সকাল ১১ টার দিকে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে তিনি এই ভবনের উদ্বোধন ঘোষনা করেন।
তিনি এসময় উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।
মৃণাল কান্তি দাস তার বক্তব্যে বলেন, শিক্ষা মানব সভ্যতার সবচেয়ে শক্তিশালী সম্পদ। শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য সুন্দর পরিবেশ নিশ্চিত করা আমাদের দায়িত্ব। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা খাতের উপর সর্ব্বোচ্চ গুরুত্বারোপ করেছেন। তারই ধারাবাহিকতায় আমাদের রামপাল কলেজের এই নতুন ভবন কাজ নির্মান সফলভাবে শেষ হয়েছে।
এসময় আরও উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর হাসান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট গোলাম মাওলা তপন, মোয়াজ্জেম হোসেন, জেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা সংগঠনের সভাপতি মনিরুজ্জামান রিপন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সদস্য আপন দাস প্রমুখ।