১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ২:৫৬
আপিলে প্রার্থীতা ফিরে পেলেন গোলাম সারোয়ার কবির
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১১ ডিসেম্বর ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

আপিলে প্রার্থীতা ফিরে পেয়েছেন মুন্সিগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী গোলাম সারোয়ার কবির।

সোমবার দুপুরে ঢাকার আগারগাও নির্বাচন কমিশনে আপিল শুনানীতে তিনি প্রার্থীতা ফিরে পান। এর আগে গত ৩ ডিসেম্বর মুন্সিগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আবু জাফর রিপন গোলাম সারোয়ার কবিরের মনোনয়ন বাতিল ঘোষণা করেন।

রিটার্নিং কর্মকর্তা জানান, গোলাম সারোয়ার কবির স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনী এলাকার ১ শতাংশ ভোটারের যে স্বাক্ষর জমা দিয়েছেন সেখানে ১০ জন ভোটারের তথ্য যাচাই করে দেখা যায় এর মধ্যে একজন প্রবাসী ভোটারের স্বাক্ষর রয়েছে।

পরে গেল সপ্তাহের মঙ্গলবার নির্বাচন কমিশনে কবির মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল আবেদন করেন।

আপিল শুনানী শেষে গোলাম সারোয়ার কবির বলেন,মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পাশাপাশি আমার নির্বাচনী এলাকা শ্রীনগর-সিরাজদিখানের জনগন, ভোটারদের দোয়া, ভালবাসা সমর্থন আমাকে সাহস জুগিয়েছে। নির্বাচন কমিশনের নিরপেক্ষতার কারনেই আমি আপিলে জয়ী হয়েছি। আশা করছি, এই রায়ের মধ্য দিয়ে শ্রীনগর-সিরাজদিখানে একটি প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ নির্বাচন হবে। জনগন তাদের পছন্দের প্রার্থীকে বেছে নিবে ইনশাল্লাহ।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবির আগামী ৭ জানুয়ারী দ্বাদশ সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করছেন।

error: দুঃখিত!