৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শনিবার | সন্ধ্যা ৭:৪৪
Search
Close this search box.
Search
Close this search box.
আইনজীবী সমিতির নির্বাচন ঘিরে প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৩ জানুয়ারি, ২০২৩, শ্রীকান্ত দাস (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আগামী ৩০ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এই নির্বাচনকে ঘিরে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। ব্যানার আর ফেষ্টুনে ছেয়ে গেছে পুরো আদালত পাড়া।

সম্মিলিত আইনজীবী পরিষদ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ মনোনীত প্যানেলে সভাপতি পদে অ্যাডভোকেট শ.ম হাবিবুর রহমান ও সাধারন সম্পাদক পদে অ্যাডভোকেট রুহুল আমিন প্রার্থী হয়েছেন।

এছাড়াও সহ-সভাপতি পদে অ্যাডভোকেট খান মো. ইব্রাহিম খলিলুল্লাহ জসিম, অ্যাডভোকেট রিয়াজুল ইসলাম মানিক, সহ-সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব, কোষাধ্যক্ষ পদে অ্যাডভোকেট মো. হযরত আলী, লাইব্রেরী সম্পাদক পদে অ্যাডভোকেট প্রদীপ পাল, দপ্তর সম্পাদক পদে অ্যাডভোকেট মো. জয়নাল আবেদীন বাবু, সমাজ কল্যাণ ও ধর্ম বিষয়ক সম্পাদক পদে অ্যাডভোকেট আমান উল্লাহ রিপন, মহিলা বিষয়ক সম্পাদক পদে অ্যাডভোকেট হাবিবা আক্তার বিথী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাডভোকেট গাজী শাহরিয়ার রকি, কার্যকরী সদস্য পদে অ্যাডভোকেট প্রিন্স ফয়সাল আহমেদ, অ্যাডভোকেট আবু হানিফ হিরু, অ্যাডভোকেট নাফিস ইখতিয়ার তানভীর, অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র মন্ডল প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

অন্যদিকে, জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ মনোনিত প্যানেলে সভাপতি পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এ্যাডভোকেট মো. জাকারিয়া মোল্লা, সাধারণ সম্পাদক পদে মো. পারভেজ আলম।

অন্যান্য পদে সহ সভাপতি অ্যাডভোকেট শফিউদ্দিন আহমেদ, অ্যাডভোকেট মো. মজিবুর রহমান শেখ, সহ-সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আকলিমা আক্তার সুপ্তি, কোষাধ্যক্ষ পদে অ্যাডভোকেট আরফান সরকার খোকন, লাইব্রেরী সম্পাদক পদে অ্যাডভোকেট মমিনুল হক চৌধুরী, দপ্তর সম্পাদক পদে অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন সুজন, সমাজ কল্যাণ ও ধর্ম বিষয়ক সম্পাদক পদে অ্যাডভোকেট মো. মোস্তফা, মহিলা বিষয়ক সম্পাদক পদে অ্যাডভোকেট অনন্যা ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, সদস্য পদে অ্যাডভোকেট নূর হোসেন, অ্যাডভোকেট মাহবুবুর রহমান (ঢালী মাহাবুব), অ্যাডভোকেট শাহিন আলম, অ্যাডভোকেট সাইফুল বিন আলী সাগর প্রতিদ্বন্ধিতা করেছেন।

এছাড়াও সাধারণ আইনজীবী সমর্থিত নির্বাচনে সাধারন সম্পাদক পদে অ্যাডভোকেট মোহাম্মদ মাসুদ আলম নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন।

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন, অ্যাডভোকেট নাসিমা আক্তার, সহকারি নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন অ্যাডভোকেট হান্নান জুয়েল, অ্যাডভোকেট জাকারিয়া ইসলাম কাঞ্চন, অ্যাডভোকেট হোসেন আলী, অ্যাডভোকেট আখতারুজ্জামান আবুল।

এ ব্যাপারে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট নাসিমা আক্তার জানান, সকাল ৮ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ভোট গণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। ভোটের দিন যাতে কোনো সহিংসতার ঘটনা না ঘটে এজন্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে থাকবেন।

এই বিভাগের সর্বশেষ
ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা
error: দুঃখিত!