‘অামার বিক্রমপুর’ এ সংবাদ প্রকাশের পর হত্যা, সন্ত্রাস, লুট, অস্র মামলা সহ প্রায় ১১মামলার অাসামী, সাবেক বিএনপি নেতা, অবৈধ কারেন্ট জাল ব্যবসার নিয়ন্ত্রক পঞ্চসারের ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফার ভুলে ভরা ব্যানারটি রাতের অাধারে সরিয়ে ফেলা হয়েছে।
যেখানে স্বাধীনতাকে লেখা হয়েছিলো ‘স্বাধিনতা’ অার বঙ্গবন্ধুকে লেখা হয়েছিলো বঙ্গ বন্ধু। অার মহান স্বাধীনতা যুদ্ধের ইতিহাস বিকৃত করে সেখানে ব্যবহার করা হয়েছিলো রাজু ভাস্কর্যের ছবি।
এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় গত ২দিন যাবৎ ব্যাপক সমালোচনা হয়। এরপরে গতকাল ৭ই মার্চ সন্ধ্যার কিছু পরে ব্যানারটি সরিয়ে ফেলে মোস্তফার ভাড়াটে লোকজন।
এরপর অাজ ৮ই মার্চ একইস্থানে অারেকটি ব্যানার টাঙানো হয় মোস্তফার পক্ষ থেকে। সেখানেও অাছে বানান ভুল। অসাম্প্রদায়িক বানান লেখা হয়েছে ‘অসম্প্রদায়িক’।
বারবার এই ভুলের বিষয়ে ধারনা করা হচ্ছে ব্যানার প্রিন্টিং দোকানের ডিজাইনার একই ভুল বারবার করছে।
এ বিষয়ে জানতে ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফার ব্যক্তিগত ফোনে কল করা হলে তিনি রিসিভ করেননি।