২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
শনিবার | বিকাল ৩:৩০
অাপিল করেছেন সংগ্রাম, শুনানী ১০ডিসেম্বর
খবরটি শেয়ার করুন:

নিজস্ব প্রতিবেদক: তফসিল ঘোষিত অাসন্ন পৌরসভা নির্বাচনে মুন্সিগঞ্জ পৌরসভায় বাতিল ঘোষনা করা অামরা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠনের জেলা কমিটির সভাপতি রেজাউল ইসলাম সংগ্রাম তার মনোনয়ন বাতিল এর সিদ্ধান্তের বিরুদ্ধে অাপিল করেছেন।

রেজাউল ইসলাম সংগ্রাম অাজ সন্ধ্যায় ‘অামার বিক্রমপুর’ কে এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে সংগ্রামের অাপিল পরবর্তী শুনানীর জন্য ১০ডিসেম্বর ধার্য করেছেন রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক ফজলে অাজিম।

এদিন নিশ্চিত হওয়া যাবে সংগ্রাম নির্বাচনে অংশ নিতে পারবেন, না পারবেন না।

এবিষয়ে জানতে চাইলে রেজাউল ইসলাম সংগ্রাম বলেন, ‘ঠুনকো অযুহাতে অামার মনোনয়ন বাতিল করা হয়েছে। এর পেছনে কোন কুচক্রী মহলের হাত থাকতে পারে। তবে অামি অাচরনবিধি মেনে অাপিল করেছি, অাশা রাখি-মনোনয়ন বৈধ ঘোষিত হবে এবার’

error: দুঃখিত!