১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
সোমবার | রাত ১১:৪১
অাইসিটি মামলায় ৬ সাংবাদিকের জামিন
খবরটি শেয়ার করুন:
10

নিজস্ব প্রতিবেদকঃ আইসিটি মামলা ৫৭(২) ধারায় হাইকোর্ট থেকে অগ্রিম জামিন পেল মুন্সিগঞ্জের ৬ সংবাদকর্মী ।

তারা হচ্ছেন মুন্সিগঞ্জ নিউজের সম্পাদক মোহাম্মদ সেলিম, নিউজ অফ মুন্সিগঞ্জের সাংবাদিক সাকিব আহাম্মেদ, নিউজ অফ মুন্সিগঞ্জের সাংবাদিক জাফর মিয়া , নিউজ অফ মুন্সিগঞ্জের সাংবাদিক ও ওয়েব বিডি ২৪ এর সাংবাদিক সাইফুল ইসলাম কামাল, নিউজ অফ মুন্সিগঞ্জের সাংবাদিক এম এম রহমান, মুন্সিগঞ্জ টাইমসের হেড অফ নিউজ এডিটর বর্ষন।

কোর্ট সূত্রে জানা যায়, গতকাল বিবাদী পক্ষ্যের উকিল এড. হারুন অর রশিদ জামিন আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে হাইকোটের বিচারক ওবাইদুল হোসেন ও বিচারক কৃষ্ণা দেবনাথের যৌথ বেঞ্চ এই লিখিত জামিন প্রদান করেন।

এর আগে ষড়যন্ত্র মুলক এই মামলার ৫ নং আসামী বাংলাদেশ সময় এর প্রতিনিধি ও সমকালীন মুন্সিগঞ্জের সম্পাদক শেখ মোহাম্মদ রতন কে জামিন দেয় জেলা দায়রা জজ শওকত আলী চৌধুরী।

উল্লেক্ষ্য যে, এলএলবি (অনার্স) সার্টিফিকেট জালিয়াতির অভিযোগে স্থানীয় সাংবাদিক মীর নাসির উদ্দিনের বিরুদ্ধে কয়েকটি অনলাইন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদের প্রেক্ষিতে ৩ ফেব্রুয়রি মীর নাসির উদ্দিন তথ্য প্রযুক্তি ও (আইসিটি) আইনে মুন্সিগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন।