সম্প্রতি এক ইমেল বার্তার মাধ্যমে বিভিন্ন সংবাদ মাধ্যমকে রিচির স্বামী রাসেক মালিক জানান, তিনি রিচিকে তালাক দিতে যাচ্ছেন। এ বিষয়ে তাকে ফিরতি মেইল করা হলে রাসেক তার কোন জবাব দেননি। রাসেক তার ইমেল বার্তায় অভিনেত্রী রিচি সম্পর্কে অনেক বাজে এবং অশ্লীল বক্তব্য পাঠান যা প্রকাশের যোগ্য নয়।
এদিকে রিচি বর্তমানে ঢাকাতে তার সন্তানকে নিয়ে তার মায়ের বাসায় বসবাস করছেন। বর্তমানে তিনি ঈদের নাটকের শুটিং নিয়ে ব্যস্ত। তালক বিষয়ে রিচি বলেন, ‘আমিও শুনেছি রাসেক অশ্লীল ভাষায় গালাগালি করে বিভিন্ন সংবাদ মাধ্যমে একটি মেইল পাঠিয়েছে। একজন মানুষ কতটা খারাপ হলে তার স্ত্রীকে নিয়ে এমন বাজে কথা বলতে পারে এটা সবার বোঝা উচিৎ। অনেক নিমর্ম সত্য আছে যা আমি সময় হলেই প্রকাশ করবো। তার বিষয়ে আমার কিছুই বলার নেই।
রিচি সময় হলে নিমর্ম সত্য প্রকাশ করবে এমন বক্তব্য দেখার পর ক্ষেপে গিয়ে তার স্বামী রাসেল বলেন, প্রয়োজনে রিচি যে কতলোকের সঙ্গে নষ্টামি করেছে সেগুলো প্রকাশ করবো। তার নগ্ন ছবিও আমার কাছে আছে। প্রমাণ চাইলে আমিও সময় মতো তা প্রকাশ করে দেবো। একটু অপেক্ষা করেন।