বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক। এখন তিনি অনেকটা সুস্থ কিন্তু অভিনয়ে তাকে আর দেখা যাবে কিনা তা নিয়ে চলছিল অনিশ্চয়তা। অবশেষে তার পুত্র সম্রাট ঘোষণা দিলেন অভিনয় দিয়ে আর পর্দা কাঁপাতে দেখা যাবে না নায়করাজকে।
‘বাবা এখন সুস্থ থাকলেও এখন আর অভিনয় করার মত অবস্থা তার নেই। ডাক্তারও একেবারে নিষেধ করেছেন অভিনয় করতে। তাই আমরা পরিবারের পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়েছি বাবাকে আর অভিনয় করতে দেবো না’, ঢালিউড২৪’কে জানালেন সম্রাট।
এ দিকে কিছুদিন আগে পরিচালক রাজু আহমেদ বলেছিলেন ঈদুল আজহার পর তার নির্মিত ‘অসম প্রেম’ চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নেবেন রাজ্জাক। এই বিষয়টি সম্রাটের কাছ থেকে জানতে চাইলে তিনি বলেন, ‘বাবা কাউকেই কোন শিডিউল দেননি। তাছাড়া তিনি কারো ফোনও ধরেন না। তাছাড়া এই ছবিটিতে বাবা দুই-তিন বছর আগে চুক্তিবদ্ধ হয়েছিলেন। তখন পরিচালককে বাবা শুটিংয়ের সময়ও দিয়েছিলেন। কিন্তু পরিচালক ছবিটি শেষ করতে পারেননি। তাই এখন আর এই ছবিতে অভিনয় করার সুযোগ নেই’।
এই সূত্র ধরে বলা যায় রুপালি পর্দাকে অনিচ্ছাকৃত বিদায় জানালেন বাংলা চলচ্চিত্রের উজ্জ্বল নক্ষত্র রাজ্জাক।