৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | রাত ৮:১৫
অপমানের শিকার প্রিয়াঙ্কা
খবরটি শেয়ার করুন:

মুসলিম উদ্বাস্তুদের আমেরিকা থেকে তাড়িয়ে দেওয়া নিয়ে ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্যকে ঘিরে সম্প্রতি মুখ খুলেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। তার পরেই টুইটারে অপমানের শিকার হলেন জনপ্রিয় আন্তর্জাতিক ব্যক্তিত্ব। যদিও পাল্টা জবাব দিতে পিছপা হন নি নায়িকা।

ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের জবাবে টুইটারে প্রিয়াঙ্কা লিখেছিলেন, ‘এরকম ভাবে কেউ কখনও কারও উপরে কোনও নিষেধাজ্ঞা চাপিয়ে দিতে পারেন না। সব মানুষকে এরকম নেতিবাচক ভাবে এক করে দেওয়াটা খুবই আদিম একটা ব্যাপার।’

আদেশ নামে এক ব্যক্তি পাল্টা টুইট করেন বলেন, ‘প্রিয়াঙ্কা, রাজনীতিটা তো আপনার জায়গা নয়! আপাতত অভিনেত্রী হিসেবেই থাকুন না, যেমনটা রয়েছেন’। সৌজন্য এবং আভিজাত্য বজায় রেখেই উত্তর দিলেন প্রিয়াঙ্কা। লিখেছেন, ‘নিশ্চয়ই আদেশ, একদম ঠিক বলেছেন। অভিনেত্রীরা কেন মানবিকতা নিয়ে কথা বলবে।’

তবে, টুইটারে অপমানের শিকার কিন্তু প্রিয়াঙ্কা একা নন। এর আগেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বলিউড নায়িকাদের নানাভাবে অপমান করা হয়েছে। আলিয়া ভাটকে নানা খারাপ কথা শুনতে হয়েছিল বিগত দিনে।

error: দুঃখিত!