২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
শনিবার | সকাল ৮:৩৯
জুলাই থেকে অনলাইনে ভ্যাট ও কর পরিশোধ: রাজস্ব বোর্ড চেয়ারম্যান
খবরটি শেয়ার করুন:

আগামী জুলাই মাস থেকে ভ্যাট ও কর দাতাদের অনলাইনে ভ্যাট ও কর পরিশোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো: নজিবুর রহমান।

সন্ধ্যায় সাভার উপজেলা পরিষদের মিলনায়তনে জাতীয় রাজস্ব বোর্ডের কর অঞ্চল ১২ এর আয়োজিত রাজস্ব সংলাপ-২০১৬ এর অনুষ্ঠান যোগ দিয়ে একথা বলেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সাংসদ ডা: এনামুর রহমান দেশের অভ্যন্তরীন অর্থ সংস্থানের মধ্য দিয়ে দেশের সামগ্রিক উন্নয়ন করতে সকলের প্রতি নিয়মিত ভ্যাট ও কর প্রদানের আহবান জানান।

সভাপতির বক্তব্যে এসময় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান রাজস্ব বোর্ডে কর্মরত সকল কর্মকর্তাদের স্ব-স্ব ক্ষেত্রে সততার সাথে দায়িত্ত্ব পালনের আহবান জানান।

অনুষ্ঠানে এসময় রাজস্ব বোর্ডের বিভাগীয় কমিশনার মো: জিল্লার রহমান, স্থানীয় পৌর মেয়র আলহাজ্ব আব্দুল গণি, ঢাকা জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানসহ রাজস্ব বিভাগের উর্ধতন কর্মকর্তা ও স্থানীয় ব্যাবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিরা এসময় উপস্থিত ছিলেন।

error: দুঃখিত!