জেলার বজ্রযোগনীতে অতীশ দীপঙ্করের জন্মভিটা পরিদর্শন করেছেন ভুটান ন্যাশনাল কাউন্সিলের চেয়ারপারসন (স্পিকার) ড. সোনম কিং। এ সময় ভুটানের সংসদীয় প্রতিনিধি দলের ১২ সদস্যসহ প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সদর উপজেলার বজ্রযোগনীতে জ্ঞানতাপস অতীশ দীপঙ্করের জন্মভিটায় শনিবার দুপুরে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে ভুটান ন্যাশনাল কাউন্সিলের চেয়ারপারসন ড. সোনম কিং অতীশ দীপঙ্করের জন্মভিটা ঘুরে দেখেন।
বৌদ্ধ কৃষ্টি প্রচার সংস্থা কর্তৃক আয়োজিত আলোচনা সভায় সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথেরর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বৌদ্ধ কৃষ্টি প্রচার সংস্থার সহ-সভাপতি পিয়ার বড়ুয়া।
উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. কুদ্দুস আলী সরকারসহ স্থানীয় প্রশাসন ও গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। পরে তারা রঘুরামপুরে বৌদ্ধ মন্দির ও নাটেশ্বর বৌদ্ধবিহার পরিদর্শন করেন।
দ্য রিপোর্ট