ঢাকা-মুন্সিগঞ্জ সড়কে মুন্সিগঞ্জ শহরের লিচুতলা এলাকায় আজ শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী দুর্ভোগের অভিযোগে দিঘীরপাড় ট্রান্সপোর্টের ৮ টি বাস জব্দ করেছে ভ্রাম্যমান আদালত।
এ সময় ওই ট্রান্সপোর্টের মালিককে ৪ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল আল-মামুন।
মুন্সিগঞ্জ থেকে ঢাকায় যাতায়াতের এই পরিবহন খাতটিতে দিঘীরপাড় ট্রান্সপোর্ট একতরফা ব্যাবসা করার কারনে নিজেদের পছন্দানুযায়ী যখন যেটা ইচ্ছা তাই করছিলো তারা। বিষয়টি নিয়ে যাত্রীদেরও অভিযোগ ছিলো চরমে।
বাস জব্দ করা ও জরিমানার কথা নিশ্চিত করে অাব্দুল অাল-মামুন বলেন, ঢাকা-মুন্সিগঞ্জ সড়কে সরকার নির্ধারিত ভাড়া হচ্ছে যাত্রী প্রতি ৪৩ টাকা। সেখানে সড়কে চলাচলরত দিঘীরপাড় ট্রান্সপোর্ট পরিবহনের বাস গুলো যাত্রী প্রতি ৬০ টাকা ভাড়া আদায় করছিল।
এছাড়া বাসে অতিরিক্ত যাত্রী সিট স্থাপন করে দুর্ভোগ সৃষ্টি করে। এ কারনে ওই পরিবহনটির পৃথক ৮ টি বাস জব্দ করে মালিককে সমুদয় টাকা জরিমানা করা হয়েছে।