১৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | ভোর ৫:৩৩
মুন্সিগঞ্জে করোনায় আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৩৪৩
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২২ আগস্ট, ২০২১, ডেস্ক রিপোর্ট (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ জেলায় করোনায় আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ৯০। অন্যদিকে জেলায় নতুন আরও ৩৪৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

গতকাল শনিবার (২১ আগস্ট) করোনাভাইরাস সংক্রান্ত জেলা স্বাস্থ্য বিভাগের ‘স্বাস্থ্য বার্তা’ সূত্রে এ তথ্য জানা গেছে। সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ ‘আমার বিক্রমপুর’ কে এসব তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, নতুন আক্রান্তদের মধ্যে মুন্সিগঞ্জ সদরে ১১২ জন, টংগিবাড়ীতে ১১১ জন, সিরাজদিখানে ২৮ জন, লৌহজংয়ে ২০ জন, শ্রীনগরে ৩৯ জন ও গজারিয়ায় ৩৩ জন।

মুন্সিগঞ্জ জেলায় সর্বমোট আক্রান্তের সংখ্যা ১২ হাজার ১৪১ জন, সুস্থ রোগীর সংখ্যা ১০ হাজার ১১৩ জন, মৃতের সংখ্যা ৯০ জন। অন্যদিকে করোনার টিকা নিয়েছেন ১ লাখ ৪২ হাজার ৮৫০ জন। এখন পর্যন্ত করোনা পরীক্ষা করিয়েছেন ৪৫ হাজার ৮২৫ জন। গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৮ জনের।