২০ নভেম্বর, ২০২২, আমার বিক্রমপুর ডেস্ক (আমার বিক্রমপুর)
জনপ্রিয় ডিজিটাল বিনোদনের প্ল্যাটফর্ম ‘টফি’ ফিফা বিশ্বকাপ কাতার ২০২২-এর সবগুলো ম্যাচ লাইভস্ট্রিম করবে। দেশের যেকোনো মোবাইল নেটওয়ার্ক থেকে টফি অ্যাপে বিনামূল্যে বিশ্বকাপের ম্যাচগুলো সরাসরি দেখা যাবে।
টফি অ্যাপটি গুগল প্লে স্টোর এবং অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করা যাবে। এছাড়া ওয়েবসাইট https://toffeelive.com এ ঢুকে এবং অ্যান্ড্রয়েড স্মার্ট টিভিতেও দেখা যাবে বিশ্বকাপের ম্যাচগুলো।
মোবাইল ব্রডকাস্টার হিসেবে কাতার বিশ্বকাপের স্বত্ব পেয়েছে বাংলালিংক। সাব-লাইসেন্সিং চুক্তির মাধ্যমে টফি অ্যাপ ও টফি ওয়েবসাইটে বিশ্বকাপ ফুটবলের ম্যাচগুলো সরাসরি দেখাবে সম্পূর্ণ বিনামূল্যে।
বাংলাদেশে তিনটি চ্যানেলে বিশ্বকাপের খেলা দেখা যাবে। বরাবরের মতো এবারও খেলা দেখা যাবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-তে। বেসরকারি টিভি চ্যানেল- জিটিভি এবং টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপ। এ ছাড়া রেডিওতে শোনা যাবে খেলার ধারাভাষ্য।
আজ ২০ নভেম্বর বিশ্বকাপের খেলা শুরু হয়ে শেষ হবে আগামী ১৮ ডিসেম্বর। কাতারের পাঁচ শহরের আটটি স্টেডিয়ামে খেলা হবে ৬৪ ম্যাচ। দল রয়েছে ৩২টি।