সিরাজদিখান উপজেলার মালখানগর থেকে ১৫০ পিস ইয়াবা সহ মোঃ জুয়েল (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব ১১।
গতকাল শনিবার সকাল ৯ টায় উপজেলার মালখানগর এলাকা থেকে তাকে আটক করে। সে মালখানগর গ্রামের মৃত আব্দুল রশিদ মিয়ার পুত্র।
র্যাব-১১, সিপিসি-১ এর কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ মহিতুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল ৯ টার সময় সিরাজদীখান থানার মালখানগরের একটি রাস্তার পাশে মাদক কিক্রি করার সময় মোঃ জুয়েলকে ১৫০ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ৯,৩০০/-(নয় হাজার তিনশত) টাকা ও ০২ টি মোবাইল সেটসহ গ্রেফতার করে র্যাব-১১।
তিনি আরও জানান, আটক জুয়েল দীর্ঘদিন যাবৎ মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে মাদক ব্যবসা চালিয়ে আসছে।
সে এলাকায় মাদক ব্যবসার সক্রিয় সদস্য বলে স্থানীয়দের নিকট হতে জানা যায়। এব্যপারে সিরাজদিখান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন আছে