১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | রাত ৩:২৫
মেয়র প্রার্থীর হস্তক্ষেপে নির্বাচন থেকে সরে দাড়ালেন কাউন্সিলর প্রার্থী
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৭ জানুয়ারি, ২০২১, ডেস্ক রিপোর্ট (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ পৌরসভা নির্বাচনে ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আব্দুল্লাহ আল মামুন নির্বাচন থেকে স্বেচ্ছায় সরে দাড়ানোর ঘোষণা দিয়েছেন।

আজ বুধবার (২৭ জানুয়ারি) দুপুরে মুন্সিগঞ্জ প্রেসক্লাবে তার প্রতিদ্বন্দী একমাত্র প্রার্থী মকবুল হোসেনের প্রতি সমর্থন জানিয়ে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ফয়সাল বিপ্লবের হস্তক্ষেপে তিনি এই সিদ্ধান্ত সাংবাদিকদের জানান।

এই ওয়ার্ডে আর কোন প্রার্থী নেই। দুইজন প্রার্থীর মধ্যে আজ একজন নির্বাচন থেকে সরে দাড়ানোর কথা বললেও নির্বাচনের আইনে এখন আর সুযোগ না থাকায় ব্যালটে তার মার্কা ‘উটপাখি’ ছাপা হবে। তিনি পরবর্তীতে চাইলে আবার নির্বাচনে ফিরে আসতে পারবেন। এক্ষেত্রে আইনি কোন বাঁধা থাকবে না।

এসময় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ফয়সাল বিপ্লব সাংবাদিকদের জানান, আজকে এখন থেকে আব্দুল্লাহ আল মামুন মকবুল হোসেনের জন্য ডালিম প্রতীকে ভোট চাইবে। তার সকল নির্বাচনী প্রচারণায় সে অংশ নিবে।

এমন দৃশ্য আর কোন ওয়ার্ডে সামনে দেখা যাবে কি না জানতে চাইলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফয়সাল বিপ্লব বলেন, ‘কেউ যদি নিজ থেকে এরকম কোন সিদ্ধান্ত নেয় আমি সেটাকে স্বাগত জানাবো।’

এসময় ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মকবুল হোসেনও উপস্থিত ছিলেন। আব্দুল্লাহ আল মামুনের এই সরে যাওয়াকে স্বাগত জানান তিনি।

error: দুঃখিত!